পূজার সাজসজ্জা মানেই শুধু পোশাক আর গয়না নয়, চুলের সাজও সমান গুরুত্বপূর্ণ।
এবারের পূজায় ফ্যাশন দুনিয়ায় এক বিশেষ পরিবর্তন চোখে পড়ছে— চুলে লম্বা বেণির চল যেন আবারও ফিরে এসেছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে বেণির সাজ এখন তরুণীদের কাছে হয়ে উঠছে ফ্যাশন স্টেটমেন্ট।
বেণির ফ্যাশন: পুরানো ধারা নতুন রূপে