শিশু অনেক ধরনের স্বাস্থ্য-জটিলতা নিয়ে জন্মাতে পারে। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে এখন অনেক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ)। সেপ্টেম্বর এনআইসিইউ সচেতনতার মাস। এ সম্পর্কে জানতে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিওন্যাটোলজি (এনআইসিইউ) অ্যান্ড ইনফ্যান্ট কেয়ার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুল মান্নান।
জাগো নিউজ: এনআইসিইউ কী এবং কেন নবজাতকের জন্য এটি জরুরি?
ড. মো. আব্দুল মান্নান: এনআইসিইউ বা নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট হলো নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র। এখানে অকালে জন্মানো বা জন্মের সময় থেকেই অসুস্থ শিশুকে বিশেষ যন্ত্রপাতি ও প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।