You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিপক্ষে যে একাদশে নামতে পারে পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। খাতাকলমে সুপার ফোর হলেও এটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। চলতি আসরে পাকিস্তানের ব্যাটসম্যানদের গড় ২০, স্ট্রাইক রেট ১১৯। স্পষ্ট বোঝা যাচ্ছে, পাকিস্তান ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছে না। এ অবস্থায় আজ সম্ভাব্য সেরা একাদশ নিয়ে নামতে চাইবে দলটি।

দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাঁচামরার এই ম্যাচে পাকিস্তানের হয়ে আজও ওপেন করবেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব ওপেনিংয়ে টানা তিন ম্যাচে শূন্য করার পর তাকে ওপেনিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ফখর-ফারহান ওপেনিং জুটিতে তুলনামূলক ভালো করছেন।

সর্বশেষ দুই ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটি ছিল ২১ ও ৪৫ রানের। তিনে খেলা সাইম ব্যাটিংয়ে ভালো না করায় আজ তাকে একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। এশিয়া কাপে ৫ ম্যাচে ৩ শূন্যসহ মাত্র ২৩ রান করেছেন সাইম। তবে নতুন বলে সাইমের বোলিং কাজে লাগতে পারে পাকিস্তানের। বিশেষ করে বাংলাদেশের ওপেনিংয়ে একজন বাঁহাতি থাকায় সাইমকে কাজে লাগাতে পারে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন