বাংলাদেশে গাড়ির স্টিয়ারিং ডানে, আমেরিকা, কানাডা কিংবা বিশ্বের অন্যান্য অনেক দেশে কেন বাঁ দিকে থাকে। এই প্রশ্ন অনেকের মনেই এসেছে হয়তো। বিশেষ করে দেশের বাইরে বেড়াতে গেলে এটি দেখে অবাক হোন। এর পেছনে বড় কারণ আছে।
বাংলাদেশে গাড়ির স্টিয়ারিং ডানদিকে থাকে কারণ এখানে বাম-হাতে ট্রাফিক বা বাঁ দিকে গাড়ি চালানোর নিয়ম প্রচলিত আছে। এমনকি ভারত ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে বাম হাতে গাড়ি চালানোর নিয়ম চালু রয়েছে। এই নিয়মের মাধ্যমে যানবাহন বাম লেন ধরে চলাচল করে।