
ভুল তথ্যের অভিযোগে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দিল ইউটিউব
ভুল তথ্য ছড়ানোর অভিযোগে আগে নিষিদ্ধ হওয়া কয়েকজন আধেয় বা কনটেন্ট নির্মাতার অ্যাকাউন্ট আবার চালু করেছে ইউটিউব। যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটির দীর্ঘ তদন্তের পর ইউটিউবে মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
কমিটির চেয়ারম্যান জিম জর্ডানকে পাঠানো পাঁচ পৃষ্ঠার এক চিঠিতে অ্যালফাবেট জানায়, কোভিড-১৯ মহামারির সময় বাইডেন প্রশাসনের চাপের মুখে এসব অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছিল। তবে এখন ইউটিউব রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র আরও প্রসারিত করতে চায়। ভুল তথ্য ছড়ানোর নীতিমালা ভঙ্গের অভিযোগে যেসব অ্যাকাউন্ট সরানো হয়েছিল, তার মধ্যে ছিলেন সেবাস্টিয়ান গোরকা, ড্যান বংগিনো, স্টিভ ব্যানন এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রের অলাভজনক প্রতিষ্ঠান চিলড্রেনস হেলথ ডিফেন্স। বর্তমানে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়র অটিজমের কারণ নিয়ে ভিত্তিহীন দাবি তোলা ও ভ্যাকসিন সায়েন্সের ওপর সংশয় সৃষ্টির অভিযোগে সমালোচিত হচ্ছেন। ট্রাম্পের সাবেক চিফ স্ট্র্যাটেজিস স্টিভ ব্যানন সীমান্তপ্রাচীর নির্মাণে তহবিল জালিয়াতির দায়ে সম্প্রতি দোষ স্বীকার করেছেন। ড্যান বংগিনো এখন এফবিআইয়ের উপপরিচালক এবং গোরকা হোয়াইট হাউসের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউটিউব
- ইউটিউব চ্যানেল