You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড

ভারতের মহারাষ্ট্রের এক দল তরুণ নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ‘দাহি হান্ডি’ উৎসবে অগণিত মানুষের সামনে তাঁরা বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড তৈরি করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের থানে শহরে গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন ১০ স্তরের এই মানবপিরামিড গড়ে তাঁরা নতুন রেকর্ড গড়েন। মানবপিরামিডটির উচ্চতা ছিল ১৪ দশমিক ৭৩ মিটার বা ৪৮ ফুট ৩ দশমিক ৯২ ইঞ্চি, যা প্রায় তিনতলা বাড়ির সমান।

একটি সংগঠনের উদ্যোগে এই রেকর্ড উচ্চতার মানবপিরামিড গড়ার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির নাম কোকননগর গোবিন্দ পাঠক অ্যান্ড সংস্কৃতি যুব প্রতিষ্ঠান ট্রাস্ট।

সাধারণত ৮ বা ৯ স্তরের মানবপিরামিড গড়া যায়। অনেক বছর ধরে ভারত ও স্পেন যৌথভাবে সবচেয়ে উঁচু মানবপিরামিড গড়ার রেকর্ড ধরে রেখেছিল। এবার প্রথমবারের মতো ১০ স্তরের মানবপিরামিড গড়তে সফল হলো ভারতের একটি দলটি।

পিরামিডটি তৈরির জন্য একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত বৃত্ত তৈরি করেন অংশগ্রহণকারীরা। তাঁদের কাঁধে দাঁড়িয়ে ওপরের স্তরে ওঠেন আরেকটি দলের সদস্যরা। এভাবে ছোট ছোট দলের সদস্যরা অপর দলের সদস্যদের কাঁধ বেয়ে ওপরে ওঠেন। এভাবে ক্রমেই তৈরি হতে থাকে পিরামিডের আকৃতি। স্তরের চূড়ায় ছিলেন মাত্র একজন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যাঁর মাথায় হেলমেট ছিল এবং নিরাপত্তার জন্য একটি দড়ি তাঁর সঙ্গে বাঁধা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন