মা হলেন রিয়ানা

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩

তৃতীয়বারের মতো মা হলেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মার্কিন র‍্যাপার এএসএপি রকির ঔরসে ১৩ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। গতকাল বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। খবর পিপলডটকমের


৩৭ বছর বয়সী এই গায়িকা গতকাল ছেলের প্রথম ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।


তৃতীয় সন্তানের খবর প্রথম প্রকাশ্যে আসে এ বছরের ৫ মে। নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প দেখিয়ে সবাইকে চমকে দেন রিয়ানা। এরপর ২০২৫ মেট গালার লালগালিচায় এসে রকি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই সুখবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও