You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’

বিএনপি কী দিচ্ছে, এমন প্রশ্ন উত্থাপন করে ফখরুল নিজেই সেটির জবাবে লেখেন

  • সংবিধান সংস্কার–ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।
  • শুধু সুষ্ঠু নির্বাচন –প্রকৃত ফলাফল।
  • ক্ষমতা জনগণের হাতে ।
  • দুই মেয়াদই যথেষ্ট–আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
  • এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন–শুধু ভোট নয়, মতামতের অধিকার।
  • কাগুজে ব্যালটই সমাধান–নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।
  • জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন