শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণ ও ঔপনিবেশিক শাসনের ফলে ভারতে হিন্দু জনসংখ্যা কমে গেছে বলে দাবি করেছেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লখনৌতে রাজ্য পর্যায়ের ‘আত্মনির্ভর ভারত-স্বদেশী সংকল্প’ শীর্ষক কর্মশালায় দেওয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি।
তিনি বলেন বলেন, ১১০০ খ্রিষ্টাব্দে ভারতের হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ৬০ কোটি, কিন্তু স্বাধীনতার সময় (১৯৪৭ সালে) তা কমে দাঁড়ায় প্রায় ৩০ কোটিতে। বলুন তো, এই ৮০০-৯০০ বছরে আমাদের জনসংখ্যা বাড়ার কথা ছিল না কমার কথা ছিল? বিদেশি আক্রমণ ও শাসন শুধু ভারতের সম্পদ ভোগ ও জনগণকে শোষণই করেনি, বরং হিন্দু জনসংখ্যাও কমিয়েছে।