You have reached your daily news limit

Please log in to continue


পৃথক রাজ্যের দাবিতে লাদাখে বিক্ষোভ, পুলিশ ভ্যানে আগুন

পৃথক রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে লাদাখের দীর্ঘদিনের আন্দোলন ক্রমশ তীব্র রূপ ধারণ করছে। যে দাবিগুলো বহুবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পূরণ হয়নি, সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এখন সরাসরি বিজেপির কাঁধে এসে পড়েছে। এই ক্ষোভে লাদাখের লেহ শহর অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আন্দোলনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এবং পুলিশ ভ্যানে আগুন দিয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ মিছিল বিজেপির দপ্তর লক্ষ্য করে পৌঁছালে সেই উদ্বেগ দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে প্রশাসন হিমশিম খাচ্ছে।

২০১৯ সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন বলা হয়েছিল, এটি একটি সাময়িক ব্যবস্থা এবং দ্রুততম সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ছয় বছর কেটে গেলেও লাদাখের জনগণ সেই মর্যাদা ফিরে পায়নি। এই জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরক রূপ ধারণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন