কর্পোরেট দুনিয়ায় যোগাযোগের ক্ষেত্রে নিঃসন্দেহে অন্যতম জনপ্রিয় টুল। ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়াতে কোম্পানিটি নিয়মিত নতুন ফিচার যুক্ত করে চলছে।
মিটিংয়ে অডিও রিক্যাপ কিংবা অ্যামাজন ওয়ার্কস্পেসে উন্নত অভিজ্ঞতার পর এবার মাইক্রোসফট ঘোষণা করেছে টিমসে বিশেষভাবে তৈরি একটি ‘চ্যানেল এজেন্ট’ উন্মুক্ত করবে।
নতুন এ ফিচারটি আসলে একটি প্রোডাক্টিভিটি কেন্দ্রিক এআই সফটওয়্যার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’। এটি স্বয়ংক্রিয়ভাবে টিমস চ্যানেলের বিভিন্ন ক্লান্তিকর কাজ সামলাবে। কোনো ব্যবহারকারী যখন নতুন একটি চ্যানেল তৈরি করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সেই নামের একটি এজেন্ট সেখানে যুক্ত হয়ে যাবে।