
গুগলের এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের ভবিষ্যৎ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
কোডিং আর আগের মতো নেই। আগে যেখানে ডেভেলপারদের ঘন্টার পর ঘন্টা বসে কোড লিখতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কাজ করে দিচ্ছে মুহূর্তেই। গুগলের নতুন এআই টুলস— জেমিনি সিএলআই আর জেমিনি কোড অ্যাসিস্ট, ডেভেলপারদের জন্য তৈরি করছে এক নতুন দুনিয়া।
গুগলের ডেভেলপার টুলস প্রজেক্ট ম্যানেজার রায়ান সালভা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এআই এখন শুধু সহায়কের ভূমিকায় নেই। বরং ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে। তার মতে, আগামী দিনে প্রোগ্রামারের ভূমিকা অনেকটা স্থপতির মতো হবে— যেখানে ডেভেলপাররা বড় সমস্যাকে ভেঙে ছোট ছোট সমাধানযোগ্য কাজ হিসেবে সাজাবেন, আর কোড লিখে দেবে এআই।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা