
হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় হতে পারে ‘দুই মাসের মধ্যে’, আশা দুদকের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা ‘প্লট দুর্নীতির’ ছয় মামলার রায় ‘অক্টোবর-নভেম্বরের মধ্যে’ ঘোষণা হতে পারে বলে আশা করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।
তিনি বলেছেন, হাই কোর্টের আদেশে স্থগিত থাকা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলাও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুর্নীতি প্রতিরোধে টিআইবির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান।