যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উৎপাদিত একটি পিচ ফল ওজনের দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে যে, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভারি পিচ ফল।
চলতি মাসের শুরুর দিকে ক্রোজেট এলাকার চাইলস পিচ অরচার্ড থেকে ফলটি সংগ্রহ করা হয়। এর ওজন দাঁড়িয়েছে ১ দশমিক ৮৩ পাউন্ড বা প্রায় ৮৩০ গ্রাম। এর ফলে এটি পূর্বের ১ দশমিক ৮ পাউন্ডের রেকর্ড ভেঙে দেয়।
বিশেষ জাতের পিএফ-২৭এ প্রজাতির এই পিচ ফলটি গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি মেলে।