ফোনের স্পিকারে সাউন্ট কমে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। সেটা হোক নতুন ফোন কিংবা পুরোনো ফোন। যে কোনো সময় এই সমস্যা দেখা দিতে পারে। তবে ফোন পুরোনো হলেই এই সমস্যায় বেশি পড়তে হয়।
নানান কারণে ফোনের স্পিকারের সাউন্ড কমে যায়। স্পিকারে ধুলাবালি বা ময়লা জমে যাওয়া, কোনো ইলেকট্রনিক পার্টস নষ্ট হয়ে যাওয়ার কারণে স্পিকার থেকে জোরে সাউন্ড বেরতে পারে না। ফলে আপনার ফোনেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দেখে নিন কীভাবে সমস্যার সমাধান করবেন-
১. ভালো পারফরম্যান্সের জন্য সময়ে সময়ে স্পিকার পরিষ্কার করা জরুরি। আপনার ফোনের স্পিকার বহুদিন পরিষ্কার না করলে, তাতে আওয়াজ কমতে থাকে। এর জন্য আপনি একটি নরম টুথব্রাশ বা স্পিকার ক্লিনার ব্যবহার করতে পারেন। স্পিকার খুব জোরে ঘষবেন না, এতে ক্ষতি হতে পারে। আর ভুলেও কোনো তরলের ব্যবহার করবেন না।
২. এছাড়াও অনেক ফোনে স্পিকার ক্লিনার ফিচার থাকে। এর জন্য ফোন সেটিংসে গিয়ে এই এই অপশনটি খুঁজুন। যদি দেখতে পান, তাহলে সেটি অন করুন। এটি একটি অডিও টেস্টিং টুল। এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারটি জোরে বাজতে শুরু করবে।