You have reached your daily news limit

Please log in to continue


দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, গুজব প্রতিরোধে ‘তাৎক্ষণিক অ্যাকশন’

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। দুর্গাপূজা ঘিরে এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করবেন। আজ বুধবার থেকে মাঠে নামছেন তারা। দুর্গোৎসব চলার সময়ে গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ‘তাৎক্ষণিক অ্যাকশন’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও র‌্যাব।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, গত বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর এলাকায় গত বছর ২৫২টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হয়েছিল। এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এর মধ্যে ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চার মাস আগে এবারের দুর্গাপূজা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ কারণে গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা বাহিনী অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ৩২টি সীমান্তবর্তী জেলায় নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন