ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রায় ২০০ আসনে প্রার্থী ঘোষণা এবং এক মাসের মধ্যেই প্রচারনা শুরুর প্রস্তুতি নিচ্ছে।
দলীয় সূত্র জানিয়েছে, কয়েক দফা অভ্যন্তরীণ জরিপ হয়ে গেছে। এখন সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।
সব তথ্য সংগ্রহ শেষে সেগুলো স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে। এই কমিটিই সংসদীয় বোর্ড হিসেবে কাজ করে এবং মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দেবে।
এরপর দল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করবে এবং ভোটের মাঠে শক্ত উপস্থিতি ও নির্বাচনী গতি তৈরির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ শুরু করবে।
গত ১৫ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রসঙ্গে তার মতামত তুলে ধরেন।