অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১

বর্তমানে স্মার্টফোন ছাড়া দিন কল্পনা করাই কঠিন। তবে অনেকে অভিযোগ করেন, তাঁদের ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। কিছু কৌশল অবলম্বন করলে এ সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।


যেসব কারণে ফোনের চার্জ দ্রুত শেষ হয়


বিশেষজ্ঞদের মতে, নিচের কারণগুলোর জন্য ফোনের চার্জ দ্রুত কমে যায়—


অতিরিক্ত পুশ নোটিফিকেশন ও অ্যালার্ট
লোকেশন পরিষেবা চালু থাকা
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চললে।
ফোনের ব্রাইটনেস বেশি দিয়ে রাখলে
স্ক্রিন বেশি সময় জ্বলে থাকলে
মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ঠিকমতো না থাকা
পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহার
অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ফোন রাখা
ব্যাটারির লাইফ কমে গেলে


> প্রযুক্তি
> নো হাউ
অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী
আজকের পত্রিকা ডেস্ক­
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৪



অনেক সময় ফোনের ব্যাটারির লাইফ কমে গেলেও এ ধরনের সমস্যা হয়। ছবি: অ্যাসুরিওন

বর্তমানে স্মার্টফোন ছাড়া দিন কল্পনা করাই কঠিন। তবে অনেকে অভিযোগ করেন, তাঁদের ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। কিছু কৌশল অবলম্বন করলে এ সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।


যেসব কারণে ফোনের চার্জ দ্রুত শেষ হয়


বিশেষজ্ঞদের মতে, নিচের কারণগুলোর জন্য ফোনের চার্জ দ্রুত কমে যায়—



  • অতিরিক্ত পুশ নোটিফিকেশন ও অ্যালার্ট

  • লোকেশন পরিষেবা চালু থাকা

  • ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চললে।

  • ফোনের ব্রাইটনেস বেশি দিয়ে রাখলে

  • স্ক্রিন বেশি সময় জ্বলে থাকলে

  • মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ঠিকমতো না থাকা

  • পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহার

  • অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ফোন রাখা

  • ব্যাটারির লাইফ কমে গেলে


১. পুশ নোটিফিকেশন সীমিত করুন


প্রতিনিয়ত আসা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ব্যাটারি দ্রুত শেষ করে দেয়। এসব নোটিফিকেশন বন্ধ করতে—সেটিংস > নোটিফিকেশন (বা অ্যাপ ও নোটিফিকেশন) > অ্যাপ নোটিফিকেশনে যান। এখন নির্দিষ্ট অ্যাপ নির্বাচন করে নোটিফিকেশন বন্ধ করুন বা পছন্দমতো কাস্টমাইজ করুন।

২. লোকেশনসেবা নিয়ন্ত্রণ করুন


নির্দেশনা পেতে গুগল ম্যাপস বা ওয়েজ দরকার হলেও সব সময় লোকেশন পরিষেবা চালু থাকলে ব্যাটারি খরচ বেড়ে যায়। বন্ধ করতে—


সেটিংস > লোকেশন থেকে লোকেশন অ্যাকসেসর অপশন বন্ধ করে দিন।


অ্যাপ অনুমতি থেকে নির্দিষ্ট অ্যাপগুলোর অনুমতিও আলাদা করে নিয়ন্ত্রণ করা যায়।


৩. ব্যাকগ্রাউন্ডে চলার অনুমতি বন্ধ করুন


ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করেই চলে। এটি বন্ধ করতে—সেটিংস > ব্যাটারি > পাওয়ার সেভার (ব্যাটারি সেভার) মোড চালু করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও