বার্ধক্য আটকানোর ওষুধ নয়, শেফালির মৃত্যুর কারণ নিয়ে যা বললেন স্বামী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

বলিউডের শেফালি জারিওয়ালার মৃত্যু তার ভক্তদের কাছে যেন ছিল বিশাল ধাক্কা। কারও কারও মতে, যেন আগেই চলে গেছেন শেফালি। শোনা যায়, খালি পেটে বার্ধক্যরোধী ওষুধ খাওয়ার কারণেই নাকি তার মৃত্যু হয়েছে। এবার এই ধারণা নিয়ে মুখ খুললেন, দিলেন কড়া জবাব।


সম্প্রতি এক পডকাস্টে পরাগ বলেন, ‘এটা আংশিক তথ্য। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন অ্যান্টিএজিং ওষুধ? শেফালি প্রতিদিন মাল্টিভিটামিন খেতে পারত না কারণ ও ভুলে যেত, তাই ও মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে সেগুলো গ্রহণ করত। এর মধ্যে রয়েছে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং লুটাথিয়ন যা সেরা অ্যান্টিঅক্সিডেন্ট।’


তার মৃত্যুর কারণ হিসেবে এটাও বলা হয়েছিল, শেফালি সারাদিন না খেয়ে থাকতেন। এ প্রসঙ্গে পরাগ বলেন, ‘শেফালি উপোস রেখেছিল, কিন্তু পূজার পর ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল। পরেও খেয়েছিল। এমনটা নয় যে ও সারাদিন খায়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও