উদ্দেশ্য জানানোর সাত মাস পর যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষণা করেছে, ২৯ সেপ্টেম্বর থেকে তারা ইরানের চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে। এ সিদ্ধান্তের ফলে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের সুযোগ নিয়ে ভারত সাত বছর ধরে বন্দরটি ব্যবহার করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। গেল ১৬ সেপ্টেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে এ নতুন পদক্ষেপের কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০১৮ সালে দেওয়া নিষেধাজ্ঞা ছাড়ের সিদ্ধান্তটি প্রত্যাহার করতে চলেছেন, যা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে চাবাহার বন্দরে যারা কাজ করছে, তাদের ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে। অবশ্য ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।