স্মার্টফোন কিনতে গেলে প্রথমেই এর ব্যাটারি সম্পর্কে খোঁজ নেন। কারণ ব্যাটারির উপরই নির্ভর করবে ফোনের চার্জ কতক্ষণ থাকবে, কতটা ভালোভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে ফোনগুলোতে ব্যাটারির ক্ষমতা অনেক বেশি থাকে। এই ক্ষমতা আবার বোঝা যায় এমএএইচ।
খেয়াল করে দেখবেন ফোন কোম্পানিগুলো তাদের ফোনে ৫০০০ কিংবা ৬০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি দিয়ে থাকে। শুধু ফোন নয় অন্যান্য ডিভাইসেও একই রকম। কিন্তু এই ‘এমএএইচ’ এর অর্থ কি জানেন?