
উৎসবের মরশুমে কাজ সামলাতে কর্মীদের অফিসেই থাকতে হবে, ট্রাক বোঝাই করে এল গদি-বালিশ
eisamay.com
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
উৎসবের সময় বিভিন্ন অনলাইন শপিং সাইট, ই-কমার্স প্ল্যাটফর্মে চলে বিপুল সেল। কম দামে বিভিন্ন জিনিস কিনতে ক্রেতাদের অর্ডার আসতেই থাকে। বিপুল লাভ করে কোম্পানিগুলো। কিন্তু প্রদীপের উপরের অংশটাই শুধু আলোকিত হয়। নীচে কিন্তু অন্ধকারই থাকে।
সেলের সময় বিপুল অর্ডার সামলাতে কি অফিসেই রাত কাটাতে হয় ওই সব ই-কমার্স সাইটের কর্মীদের? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ফুটেজের সূত্রে উঠছে এমনই প্রশ্ন। দেখা যাচ্ছে জনপ্রিয় এবং বহুল প্রচলিত ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের অফিসে এসেছে ট্রাক বোঝাই গদি আর বালিশ।