
শিশুর পেট থেকে বিরল ‘ট্রাইকোবিজর’ অপসারণ
যুগান্তর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
ভারতে আহমেদাবাদের সিভিল হাসপাতালে একটি বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ বছর বয়সি মধ্যপ্রদেশের একটি শিশুর পেট ও অন্ত্র থেকে বড় একটি জটিল বস্তু — যার মধ্যে চুল, ঘাস ও জুতার লেস ছিল — অপসারণ করা হয়েছে।
মধ্যপ্রদেশের রতলাম জেলার ওই শিশু শুভম, গত দুই মাস ধরে তীব্র পেট ব্যথা, বমি এবং দ্রুত ওজন কমার সমস্যায় ভুগছিল। মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তার অবস্থা উন্নতি হয়নি। তাই পরিবারের সদস্যরা তাকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করেন।
সিভিল হাসপাতালের চিকিৎসকরা সিটি স্ক্যান ও এন্ডোস্কপি করে একটি অস্বাভাবিক ভর শিশুদের পেটে এবং অন্ত্রে রয়েছে তা শনাক্ত করেন।
- ট্যাগ:
- জটিল
- অস্ত্রোপচার