You have reached your daily news limit

Please log in to continue


সাধারণ কর্মী থেকে যেভাবে হাই পারফরমার হয়ে উঠবেন

আমরা অনেকেই ভাবি, যাঁরা হাই পারফরমার, তাঁদের এমন দক্ষতা বুঝি প্রাকৃতিক বা এটা তাঁদের প্রতিভা। আদতে প্রতিভা নয়, কাজে পারদর্শী হওয়ার রহস্য লুকানো থাকে দৈনন্দিন অভ্যাসে। এমনই ১০টি অভ্যাস সম্পর্কে জেনে নিন, যা ব্যক্তিগত ও পেশাগত কাজে দক্ষ হতে আপনাকে সহায়তা করবে।

১. সকালের নিয়ম

কাজ না পেছানোর সবচেয়ে সহজ কৌশল এটি। যে কাজ দুই মিনিটের মধ্যে করা যায়, সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। যেমন ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেলা। এক গ্লাস পানি খাওয়া, এতে মস্তিষ্ক জেগে উঠবে। পর্দা সরিয়ে আলো আসতে দেওয়া, এটা দিন শুরু করতে সহায়তা করবে।

২. ফোকাস ৯০

৯০ মিনিটের ফোকাস ব্লক বা ৯০ মিনিটের একটানা কর্ম পর্ব ৮ ঘণ্টার চেয়েও কার্যকর। খেলোয়াড়েরা যখন অনুশীলন করেন, ৯০ মিনিট ব্যায়ামের পরে ৩০ মিনিট বিশ্রাম নেন। এ সময় সামনে থাকে না কোনো প্রকার স্ক্রিন। এটি আদতে কাজ ও বিশ্রামের এক চক্র, যা ৯০ থেকে ১২০ মিনিট ধরে চলে। এই ছন্দ অনুযায়ী কাজ করলে বেশি মনোযোগ থাকে এবং ক্লান্তি কম লাগে।

৩. কাজের তালিকা করুন

এজেন্ডাবিহীন মিটিং বা মন থেকে করতে ইচ্ছা করছে না, এমন কাজগুলোকে ‘না’ বলুন। প্রয়োজনে তিনটি বিষয়ের তালিকা করুন, যেটা এই সপ্তাহে আর করবেন না।

৪. ২ মিনিটের কাজ

ছোট কাজ যেন মানসিকভাবে চাপ না দেয়, সেদিকে খেয়াল রাখুন। কোনো কাজ করতে যদি দুই মিনিটের কম সময় লাগে, সঙ্গে সঙ্গে করে ফেলুন। যেমন ছোট ই–মেইলের উত্তর দেওয়া, কোট ঝুলিয়ে রাখা বা কফির কাপ ধোয়া। এর ফলে ‘পরে করব’ বা কাজ ঝুলিয়ে রাখার চাপ ৮০ শতাংশ কমে যাবে।

৫. ‘না’ মানে ‘না’

যদি মনে হয় ‘না’, তবে ‘না’-তেই থাকুন। এভাবে সপ্তাহে বাঁচাতে পারবেন প্রায় ১১ ঘণ্টা। যেমন কোনো আমন্ত্রণ এলে যাওয়ার প্রয়োজন মনে না হলে যাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন