শক্তিশালী ব্যাটারিযুক্ত এই স্মার্টফোন একবার চার্জে টানা দুই দিন চলে
প্রথম আলো
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৬
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি। ‘শাওমি রেডমি ১৫’ মডেলের স্মার্টফোনটিতে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করলে টানা দুই দিন ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ৩৩ ওয়াটের চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ১৮ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তিনির্ভর ফোনটি কাজে লাগিয়ে পাওয়ার ব্যাংকের আদলে অন্য যন্ত্রাংশও চার্জ করা সম্ভব। ফলে ভ্রমণের সময় ফোনটির মাধ্যমে একাধিক যন্ত্র চার্জ করা যাবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- স্মার্টফোন সংবাদ