জ্যোতিষীদের পাশাপাশি বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা পৃথিবীতে ঘটতে যাওয়া নানা ঘটনা সম্পর্কে মাঝেমধ্যেই ভবিষ্যদ্বাণী করে থাকেন। এসব ভবিষ্যদ্বাণীর বেশ কয়েকটি সত্য হয়, কিছু হয় না। এবার ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস জানতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে ব্রিটিশ স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ম্যান্টিক এআই। সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত ‘মেটাকিউলাস কাপ’–এ অষ্টম স্থান অর্জন করেছে ম্যান্টিক এআই। প্রতিযোগিতার আয়োজন করে পূর্বাভাস সংস্থা মেটাকিউলাস। মূলত বিনিয়োগ তহবিল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্থাটি। প্রতিযোগিতার প্রশ্নগুলো ছিল নানান ধরনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের প্রকাশ্য বিরোধ, কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে কেমি বেডেনকের অপসারণ, সামোয়ার সাধারণ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে কিংবা যুক্তরাষ্ট্রে দাবানলে কত একর জমি পুড়বে এসব বিষয়ের ভবিষ্যৎ অনুমান করতে বলা হয়।