গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিকের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
সেখানে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান বিকাল পৌনে ৪টায়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ওই ঘটনায় তাদের তিনজন ফায়ারফাইটার ও একজন কর্মকর্তা আহত হয়েছেন।
আহতরা হলেন- ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান ও মো. শামীম এবং অফিসার জান্নাতুল নাঈম।
তালহা বিন জসিম বলেন, “তিনজনের অবস্থা গুরুতর। তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।”