
রজনীকান্ত নন, দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা তাহলে কে
প্রথম আলো
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯
দক্ষিণ ভারতীয় সিনেমা মানেই চারটি বড় ভাষার চলচ্চিত্রশিল্প—তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম। সাম্প্রতিক বছরগুলোতে এই ইন্ডাস্ট্রি অভূতপূর্ব সাফল্য ও জনপ্রিয়তার সাক্ষী হয়েছে। ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘আরআরআর’, ‘পুষ্পা’ থেকে ‘কান্তারা’—একেকটি ছবি রেকর্ড ভেঙেছে। অনেক ক্ষেত্রেই দক্ষিণ ভারতীয় সিনেমা বলিউডকেও ছাপিয়ে গেছে। কেবল ঘরোয়া দর্শক নয়, বিশ্বজুড়েই এই সিনেমাগুলো ছড়িয়ে পড়েছে। চিত্রনাট্যের বৈচিত্র্য, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আর শক্তিশালী অভিনয়—সব মিলেই এই সাফল্য। আর সেই সাফল্যের ভাগীদার দক্ষিণের অভিনেতারা, যাঁদের পারিশ্রমিক আজ বলিউড সুপারস্টারদেরও ছাড়িয়ে গেছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় তারকার তালিকা।