অ্যাপলের সর্বশেষ আইফোন ১৭ সিরিজ বিশ্বজুড়ে বাজারে ঝড় তুললেও বাংলাদেশ এখনো অফিসিয়াল লঞ্চের বাইরে। তবে এতে আগ্রহ কমেনি একটুও; বরং রাজধানীর বড় বড় মার্কেটে গ্রে ইমপোর্টের মাধ্যমে বিক্রি হচ্ছে নতুন আইফোন। আর সেই বাজার জমে উঠেছে ক্রেতাদের ভিড়ে।
বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার কিংবা শাহ আলী প্লাজার মতো জনপ্রিয় স্মার্টফোন হাবে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে আইফোন ১৭–এর নতুন মডেলগুলো। দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা দিচ্ছেন আগ্রহের প্রমাণ।
বর্তমানে আইফোন ১৭ (২৫৬ জিবি) বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। আইফোন ১৭ প্রো মডেলের দাম ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর সর্বোচ্চ চাহিদার আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ছাড়িয়েছে ২ লাখ টাকা।