ইতিহাসের বিস্ময়কর মহাসড়ক : সিল্ক রোড

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩

এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্তকারী এক বিশাল বাণিজ্য ও সাংস্কৃতিক নেটওয়ার্ক ছিল সিল্ক রুট। প্রাচীন বিশ্বকে সংযুক্ত করে আধুনিক বিশ্বায়নের ভিত্তি স্থাপন করায় এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব


মানবসভ্যতার ইতিহাসে কিছু পথ আছে, যা শুধু মানুষ ও পণ্যের চলাচলের গণ্ডি ছাড়িয়ে সমগ্র পৃথিবীর সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিন্যাসকেই আমূল পাল্টে দিয়েছে। সিল্ক রোড বা রেশম পথ এমনই এক বিস্ময়কর যোগাযোগপথের জালিকা, যা প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার প্রাচীন ও মধ্যযুগীয় সভ্যতাগুলোকে এক অভূতপূর্ব সুতোয় বেঁধে রেখেছিল। এটি কোনো একক মসৃণ রাস্তা ছিল না; মরুভূমি, কঠিন পর্বতমালা, নদী এবং সমুদ্রপথ মিলিয়ে তৈরি এক সুবিশাল নেটওয়ার্ক, যা পূর্বে চীনের চাং আন (বর্তমান শি’আন) থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এর ভৌগোলিক বিস্তার প্রায় ৬৫০০ কিলোমিটারেরও বেশি, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানবগোষ্ঠীর ইতিহাস, সংগ্রাম এবং সাফল্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে