মানবজীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ফোন। কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া অনেক সময় বড় ঝামেলার কারণ হয়।
মানবজীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ফোন। কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া অনেক সময় বড় ঝামেলার কারণ হয়। ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে ব্যবহারকারীরা নানা উপায় খোঁজেন। তবে এখনো অনেক ভুল ধারণার প্রচলন রয়েছে, যেগুলো আসলে ব্যাটারির ক্ষতি করছে। আধুনিক স্মার্টফোনে এসব পুরনো ধারণা এখন আর প্রযোজ্য নয়। বরং ফোনের ভেতরের প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবেই ব্যাটারিকে সুরক্ষিত রাখে।
চার্জ পুরো শেষ করা ঠিক নয়
প্রথম প্রচলিত ভুল ধারণা হলো, ফোনের চার্জ পুরোপুরি শেষ না হলে ব্যাটারির ক্ষতি হয়। এ ধারণা এসেছে পুরনো নিকেল-ক্যাডমিয়াম ব্যাটারির সময় থেকে, যেগুলোয় ‘মেমরি ইফেক্ট’ ছিল। কিন্তু আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এগুলো বারবার পুরোপুরি শেষ হলে উল্টো ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাটারির জন্য সবচেয়ে ভালো চার্জ থাকে ২০-৮০ শতাংশের মধ্যে। তবে চাইলে শতভাগ পর্যন্ত চার্জ করা যায়, তাতেও কোনো সমস্যা হয় না।