You have reached your daily news limit

Please log in to continue


চার্জার কি সবসময় ‘প্লাগড ইন’ রাখা ভালো?

এমন এক সময়ে আমরা বসবাস করছি, যেখানে চার্জারওয়ালা ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, হেডফোন, ই-বাইক এবং আরও অনেক কিছু আমাদের আশপাশে ঘিরে রেখেছে।

হতে পারে কারো বিছানার পাশেই ফোনের চার্জার সব সময় প্লাগ ইন করা থাকে। তারা হয়ত কখনই দেয়ালের সুইচ খেয়াল করে বন্ধ করেন না বা ব্যবহার না করলে তা খুলেও ফেলেন না। একই বিষয় কারো ডেস্কের পাশে থাকা ল্যাপটপ চার্জারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

কিন্তু সব সময় চার্জার প্লাগে লাগিয়ে রাখা কী ঝুঁকিপূর্ণ? বা এর সঙ্গে বিদ্যুতের খরচও কোনো সম্পর্ক রয়েছে? এমন সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক ‘ইউনিভার্সিটি অফ মেলবোর্ন’-এর পাওয়ার ইলেকট্রনিক্সের বিভাগের শিক্ষক গ্লেন ফারিভারের কাছ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন