রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে হল থেকে মিছিল নিয়ে বেরিয়েছেন আবাসিক হলের ছাত্রীরাও। আজ রাত সাড়ে ১০টার দিকে প্রতিটি হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জুবেরী ভবনে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তাঁরা।
শনিবার রাত সাড়ে ৯টায় পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন। এরপরই মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে যান।
এ সময় তাঁরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, কোটা প্রথা বাদ দে’ ইত্যাদি স্লোগান দেন।