You have reached your daily news limit

Please log in to continue


আবহাওয়ার মতোই ভবিষ্যতে স্বাস্থ্যের পূর্বাভাস দেবে এআই?

আবহাওয়ার মতোই ভবিষ্যতে মানুষের স্বাস্থ্যের পূর্বাভাস দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই– এমনই দাবি বিজ্ঞানীদের।

তারা বলছেন, এআই এমন সক্ষমতা অর্জন করেছে যে, মানুষের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে দশ বছর আগেই পূর্বাভাস দিতে পারবে এটি।

এ প্রযুক্তি মানুষের চিকিৎসা-সংক্রান্ত তথ্য থেকে নির্দিষ্ট ধরনের প্যাটার্ন শনাক্ত করতে শিখেছে। যার মাধ্যমে এআই এক হাজারেও বেশি রোগের ঝুঁকি হিসাব করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।ৎ

গবেষকরা বলছেন, বিষয়টি অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো। ঠিক যেমন ৭০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেয় তেমনই মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকির পূর্বাভাস দেবে এআই।

গবেষকদের লক্ষ্য, এআই মডেল ব্যবহার করে ঝুঁকিপূর্ণ রোগীদের আগেভাগেই শনাক্ত করা, যাতে তাদের রোগ প্রতিরোধ করা যায়। পাশাপাশি বিভিন্ন হাসপাতালও যেন এআই ব্যবহার করে আগে থেকে বুঝতে পারে এদের এলাকায় ভবিষ্যতে কোন রোগের প্রকোপ বাড়তে পারে।

‘ডেলফি-২এম’ এআই মডেলটি পরিচিত বিভিন্ন এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বিভিন্ন এআই চ্যাটবটকে ভাষার প্যাটার্ন বা ধরন বুঝতে শিখানো হয়, যাতে এরা বাক্যের পরবর্তী বিভিন্ন শব্দ কী হতে পারে তার সঠিক পূর্বাভাস দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন