You have reached your daily news limit

Please log in to continue


জরিপের ভিত্তিতে বিএনপির মনোনয়নের পরিকল্পনায় ক্ষুব্ধ তৃণমূল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের গঠনতন্ত্র উপেক্ষা করে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপ্রার্থী বাছাই শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্বের পরিচালিত জরিপের মাধ্যমে। এতে অনেক তৃণমূল নেতা উদ্বিগ্ন ও অসন্তুষ্ট।

জেলা পর্যায়ের নেতারা বলছেন, তারা আর এই প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে পারছেন না। তারা বলছেন, অতীত নির্বাচনে একাধিক জরিপের মাধ্যমে প্রার্থী  নির্বাচিত করা হয়েছিল।

তাদের আশঙ্কা, তৃণমূলের মতামত উপেক্ষা করলে অভ্যন্তরীণ বিরোধ বাড়বে এবং নির্বাচনের আগে দল দুর্বল হয়ে পড়বে।

বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, সংসদীয় বোর্ড হিসেবে স্থায়ী কমিটিকে অবশ্যই ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা বা জেলা কমিটির গঠিত প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করতে হবে।

তাছাড়া, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০বি (৪) ধারায় সংসদীয় প্রার্থীদের মনোনয়নে তৃণমূলের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

দলীয় নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, দল যদি দলীয় গঠনতন্ত্রই অনুসরণ না করে, তাহলে কীভাবে তারা ইশতেহার ও নির্বাচনসূচি ঘোষণার পর নির্বাচনী আইন মেনে চলবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন