ঋণের টাকা শোধ না করে এবার উল্টো পাওনাদার ব্যাংকের বিরুদ্ধে মামলা করছে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম। বিনিয়োগকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে গত মে মাস থেকে এ পর্যন্ত ১৩টি মামলা করেছে গ্রুপটি। সেসব মামলায় ব্যাংকগুলোর কাছ থেকে ১৬ হাজার ২৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তারা। এতে ব্যাংকগুলোর ঋণের টাকা আদায়ে অনিশ্চয়তা বাড়ছে।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর এস আলম গ্রুপের কর্ণধাররা গা ঢাকা দেওয়ায় ঋণ আদায়ে আইনের আশ্রয় নিচ্ছে পাওনাদার ব্যাংকগুলো। পাওনাদার ব্যাংক ও আদালতের তথ্যমতে, এস আলমের কাছ থেকে ৬৪ হাজার ২৯৮ কোটি টাকা পাওনা আদায়ে এ পর্যন্ত ৩৩টি মামলা করা হয়েছে চট্টগ্রামের অর্থঋণ আদালতে। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ও জনতা ব্যাংক এসব মামলা করেছে।
এসব মামলায় এস আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধারদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ রয়েছে আদালতের। যদিও গ্রুপটির বেশির ভাগ কর্ণধার ইতিমধ্যে দেশত্যাগ করেছেন বলে তথ্য রয়েছে ব্যাংকের কাছে। কিন্তু গত এক বছরেও কোনো ঋণ শোধ না করে উল্টো ব্যাংকের বিরুদ্ধে মামলা করছে গ্রুপটি।
আদালতের তথ্যমতে, বিনিয়োগকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে এ পর্যন্ত ১৩টি মামলা করেছে এস আলম গ্রুপ। যেসব মামলায় ব্যাংকগুলোর কাছ থেকে ১৬ হাজার ২৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।