You have reached your daily news limit

Please log in to continue


বিটিআরসি যেন টেলিটকের ‘মামাবাড়ি’

রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের দেনা বাড়ছেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছেই দেনার পরিমাণ সাড়ে ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যার বেশির ভাগই তরঙ্গের দাম।

টেলিটক নিলামের সময় নিয়মিত তরঙ্গ নিলেও তার দাম দেয় না। এমনকি লাইসেন্স ফি বা মাশুলও বকেয়া রাখে। রাজস্ব ভাগাভাগির নিয়ম থাকলেও তা মানে না অপারেটরটি। বিটিআরসি যেন তাদের ‘মামাবাড়ি’। উল্লেখ্য, ‘মামাবাড়ির আবদার’ একটি বাগ্‌ধারা, যা এমন একধরনের আবদার বা বায়নাকে বোঝায়, যেখানে কোনো নিয়মকানুন বা সীমা থাকে না।

বিটিআরসির ২৯৭তম কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, সংস্থাটি পাঁচ সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় ৬ হাজার ৯৬৪ কোটি টাকা পাবে। এর মধ্যে টেলিটকের কাছে পাওনা প্রায় ৫ হাজার ৭৯১ কোটি টাকা। টেলিটকের কাছে তরঙ্গ বাবদ ৫ হাজার ৫০৬ কোটি টাকা, লাইসেন্স ফি বাবদ প্রায় ১২০ কোটি টাকা, রাজস্ব ভাগাভাগির অংশ বাবদ ১০২ কোটি টাকা, সামাজিক দায়বদ্ধতা তহবিলের (এসওএফ) প্রায় ৫৮ কোটি এবং অন্যান্য খাতে সাড়ে ৪ কোটি ৫০ লাখ বকেয়া।

মোবাইল অপারেটর যে রাজস্ব আয় করে, তার সাড়ে ৫ শতাংশ বিটিআরসিকে দিতে হয়। আর ১ শতাংশ দিতে হয় সামাজিক দায়বদ্ধতা তহবিলে। এ টাকা দিয়ে দুর্গম এলাকায় ইন্টারনেট সেবাসহ নানা প্রকল্প নেয় বিটিআরসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন