You have reached your daily news limit

Please log in to continue


দলীয় এজেন্ডা জনগণের ওপর চাপাবেন না: বিএনপির জাহিদ

জনগণের ওপরে ‘দলীয় এজেন্ডা’ চাপিয়ে পার পাওয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলগুলোর উদ্দেশে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, “দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছেন...উদ্দেশ্যটা কী? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না।

“যেমন আপনারা এখানে (আলোচনা সভায়) বসে নির্বাচনের জন্য সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসেছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, সরাসরি ভোট হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আমি তাদেরও বলি, আসেন জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করে, আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাবে। জনগণ কাকে গ্রহন করবে, আমরা সেই এজেন্ডাকে আমরা স্যালুট করব।

“কিন্তু কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতের ওপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা, কোনো দেশীয় অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন- পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ হতে দেবে না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন