You have reached your daily news limit

Please log in to continue


গাজায় অনাহারে আরও ৪ জনের মৃত্যু, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৯ জন। আহত হয়েছেন ২২৮ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গাজায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩ জন। আহত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জনের বেশি।

এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে একজন শিশু। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ৪৩৫ জন ফিলিস্তিনি। তাঁদের মধ্যে ১৪৭ শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন