You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববিদ্যালয়ে পড়া ‘প্রথম খিয়াং’ ছাত্রী লড়ছেন হল সংসদ নির্বাচনে

দুর্গম পাহাড়ি পরিবেশে পড়ালেখা আর নানা প্রতিকূল পথ মাড়িয়ে ‘খিয়াং সম্প্রদায়ের মধ্যে প্রথম’ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া মে থুই চিং খিয়াং লড়ছেন নিজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা হল থেকে ‘হৃদ্যতার বন্ধন’ প্যানেলের এজিএস প্রার্থী হয়েছেন তিনি।

ফয়জুন্নেসা হলের ১৩ আদিবাসী ও বাঙালী বৌদ্ধ সম্প্রদায়ের এক শিক্ষার্থী নিয়ে ১৪ জনের একটি প্যানেল দেওয়া হয়েছে হল সংসদ নির্বাচনে, যেটির নাম ‘হৃদ্যতার বন্ধন’।

প্যানেলের ভিপি পদে পারমিতা চাকমা ও জিএস সিংঞোইউ মারমা ও এজিএস পদে মে থুই চিং খিয়াংয়ের নেতৃত্বে এ প্যানেলে রয়েছে ছয়টি আদিবাসী সম্প্রদায় চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা, খিয়াং, তঞ্চংগ্যা এবং বাঙালী বড়ুয়া সম্প্রদায়ের এক ছাত্রী।

প্যানেল সদস্যদের দাবি, তাদের এজিএস প্রার্থী মে থুই চিং খিয়াং প্রথম শিক্ষার্থী, যিনি খিয়াং সম্প্রদায় থেকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন।

মে থুই চিং খিয়াং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি বান্দরবান সদরের উহালং ইউনিয়নে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন