দেখে নিন এশিয়া কাপের সুপার ফোরের সূচি

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০

জল্পনা-কল্পনা পেরিয়ে এশিয়া কাপের সুপারে ফোরের টিকিট পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে  নিশ্চিত হলো টি-টোয়েন্টি সংস্করণের আসরে লিটন দাসের দলের যাত্রা দীর্ঘ হচ্ছে।


বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ৬ উইকেটে আফগানদের হারিয়েছে লঙ্কানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে রশিদ খানের দল। জবাবে ৪ উইকেট খুইয়ে ৮ বল হাতে রেখে ১৭১ রান করে লক্ষ্যে পৌঁছায় চারিথ আসালাঙ্কার দল।


এশিয়া কাপের সুপার ফোরের সূচি





















































তারিখম্যাচসময়ভেন্যু
২০ সেপ্টেম্বরবাংলাদেশ-শ্রীলঙ্কারাত ৮টা ৩০ মিনিটদুবাই
২১ সেপ্টেম্বরভারত-পাকিস্তানরাত ৮টা ৩০ মিনিটদুবাই
২৩ সেপ্টেম্বরপাকিস্তান-শ্রীলঙ্কারাত ৮টা ৩০ মিনিটআবুধাবি
২৪ সেপ্টেম্বরবাংলাদেশ-ভারতরাত ৮টা ৩০ মিনিটদুবাই
২৫ সেপ্টেম্বরবাংলাদেশ-পাকিস্তানরাত ৮টা ৩০ মিনিটদুবাই
২৬ সেপ্টেম্বরভারত-শ্রীলঙ্কারাত ৮টা ৩০ মিনিটদুবাই

তিন ম্যাচের সবকটি জেতায় 'বি' গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে দ্বিতীয় হওয়া বাংলাদেশ। আফগানিস্তান ২ ও হংকং শূন্য পয়েন্ট নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে।


'এ' গ্রুপ থেকে আগেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও নবাগত ওমান বিদায় নিয়েছে আসর থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও