এ দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না: সালাউদ্দিন টুকু

দেশ রূপান্তর প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। পূর্বে যেভাবে ভোট দিয়েছে, যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সে পদ্ধতিতেই ভোট দেবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে।


আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে টাঙ্গাইলের ১২টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে এদেশের জনগণের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি। আমরা বলতে চাই আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যাতে এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো নৈরাজ্য না থাকে। সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গাইলকে গড়ে তুলব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও