
ব্যাংকে কমেছে নারী কর্মী
শিক্ষিত নারীদের মধ্যে বেকারত্ব যখন বাড়ছে, তখন দেশের ব্যাংক খাতে নারী কর্মীদের অংশগ্রহণ উল্টো কমেছে।
২০২৪ সালের শেষ ছয় মাসের তুলনায় চলতি ২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্যাংকে নারী কর্মী কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ বা ১ হাজার ৮৬৭ জন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ 'জেন্ডার ইকুয়ালিটি রিপোর্ট অব ব্যাংকস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস' শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
শীর্ষ ব্যাংকাররা বলছেন, চলমান অর্থনৈতিক সংকটের কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে গেছে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার সমস্যায় জর্জরিত কয়েকটি ব্যাংকে অভ্যন্তরীণ অস্থিরতার কারণেও কিছু নারী কর্মী চাকরি ছেড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জুনে দেশের ব্যাংক খাতের মোট ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন কর্মীর মধ্যে নারী ছিলেন ৩৫ হাজার ৭৮২ জন।
পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বলেন, ব্যাংক খাত মূলত এখন গ্রামীণ এলাকায় সম্প্রসারিত হচ্ছে। কিন্তু নারী কর্মকর্তারা পারিবারিক ও ব্যক্তিগত কারণে ঢাকা বা বড় শহরগুলোতে থাকতে পছন্দ করেন।