ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু হবে।
পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা—যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে—নিবন্ধন করতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা ধারণা করছেন, এনআইডি আছে এমন অন্তত ৭০ ভাগ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারেন। সেক্ষেত্রে একটা বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।