আপনি কি জানেন, এমন এক উদ্ভিদ আছে যা দিনে প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আবার যার থেকে তৈরি হয় সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ, এমনকি আধুনিক চেয়ার-টেবিলও?
বলছি বাঁশের কথা। গ্রাম-বাংলার জীবনে এর অবদান অপরিসীম, আর শহুরে জীবনে সৌন্দর্যের অংশ। বাঁশ আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে আলাদা করে খেয়াল না করলেও প্রতিদিন কোনো না কোনোভাবে আমরা সবাই এর ওপর নির্ভর করি।
আজ, ১৮ সেপ্টেম্বর, বিশ্বব্যাপী পালিত হয় ‘ওয়ার্ল্ড ব্যাম্বু ডে’। শুনতে একটু অদ্ভুত লাগলেও, এই দিনটির পেছনে রয়েছে একটি ইতিহাস। ২০০৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে বাঁশকে ঘিরে বৈশ্বিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তারপর থেকেই প্রতিবছর সেপ্টেম্বরের এই দিনে বাঁশ হয়ে ওঠে আলোচনার বিষয়।