সামাজিক যোগযোগ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, নেটিজেন থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বেশ আলোচনা করছে। ইতোমধ্যেই হানিয়া এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসবেন।
সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় আসবেন। একটি সাধারণ ভিডিও বানিয়েই আপনি পেয়ে যেতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।
সানসিল্ক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পেজে প্রকাশ করা একটি ভিডিওতে জানানো হয়েছে এই দারুণ খবর। সানসিল্ক ব্ল্যাক শাইনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে আপনাকে বানাতে হবে একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও এবং জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের টিকিট।