You have reached your daily news limit

Please log in to continue


আবারও শেষ মুহূর্তে লিভারপুলের গোল, জয়ের নায়ক ফন ডাইক

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ম্যাচে তখন ২-২ ব্যবধানে সমতা। মরিয়া হয়ে ওঠা লিভারপুল টানা আক্রমণ করে যাচ্ছে অ্যাতলেতিকোর মাদ্রিদের গোলমুখে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিলল কাঙ্ক্ষিত গোল। দমিনিক সোবোসলাইয়ের কর্নারে লাফিয়ে উঠে হেড করে জাল কাঁপালেন ভার্জিল ফন ডাইক। অধিনায়কের নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে লিভারপুল আবারও উপহার দিয়েছে নাটকীয় একটি জয়। ঘরের মাঠ অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকোকে আর্নে স্লটের শিষ্যরা হারিয়েছে ৩-২ গোলে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল লিভারপুল। আগের চারটি ছিল প্রিমিয়ার লিগে। মজার ব্যাপার হলো, সবকটি ম্যাচেই তারা জয়সূচক গোলের দেখা পেল ৮০ মিনিটের পর, যার তিনটি আবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।

প্রথমবার লিভারপুলের জার্সি গায়ে মাঠে নামেন ইংলিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড ১৭ কোটি ডলার ট্রান্সফার ফিতে নিউক্যাসল ইউনাইটেড থেকে যোগ দেওয়া আলেকজান্ডার ইসাক। তবে মনে হচ্ছিল, অলরেডদের মাঠ ছাড়তে হবে পয়েন্ট খোয়ানোর হতাশা নিয়ে। কারণ ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরেছিল অ্যাতলেতিকো। কিন্তু শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। জন্মদিনের রাতে তার স্বদেশি কোচ স্লটের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত!

নতুন কোনো মুখ নয়, বরং প্রায় এক দশক ধরে দলে থাকা মোহামেদ সালাহই আলো ছড়ান লিভারপুলের হয়ে। মিশরীয় ফরোয়ার্ডের অবদানে ম্যাচ শুরুর প্রথম ছয় মিনিটের মধ্যে স্কোরলাইন ২-০ করে ফেলে স্বাগতিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন