সংবিধান আদেশ ও গণভোট—দুটিতেই প্রশ্ন এনসিপির, গণপরিষদে অনড়

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৯

জুলাই সনদ কার্যকরের জন্য সংবিধান আদেশ জারি এবং এর বৈধতার জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে আইন বিশেষজ্ঞরা যে মতামত তা উপযুক্ততা নিয়ে সন্দিহান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণপরিষদের প্রস্তাবেই এখনো অনড় রয়েছে দলটি।


আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এ প্রতিক্রিয়া জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।


সারোয়ার তুষার বলেন, ‘কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এবং গণভোট, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে, এ রকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কি না—এ ব্যাপারে লিগ্যাল এক্সপার্টরা তাঁদের মতামত দিয়েছেন। এটা কমপ্লিটলি একটা নতুন প্রস্তাব। এ ব্যাপারে আগে আমরা যদিও পত্রপত্রিকায় পড়েছি, কিন্তু আজকের আগে কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। ফলে আমাদের দিক থেকে আমরা মতামত দিয়েছি যে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও