পঁচাত্তরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন নাকি দায়িত্বপালন অব্যাহত রাখবেন, তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
পঁচাত্তরের পর নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত কি না, তা নিয়ে গত এক দশক ধরে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) বারবার প্রশ্ন উঠেছে। প্রতিবারই যখন বিজেপির কোনো প্রবীণ নেতা ওই বয়সে পৌঁছান, তখনই শুরু হয় এ নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়সও এখন ৭৫ বছর এবং সেই একই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।