যে দেশে কোনো মশা নেই

জাগো নিউজ ২৪ আইসল্যান্ড প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

পৃথিবীতে যেখানে মানুষকে মশার উৎপাত থেকে বাঁচতে নানা রকম কৌশল অবলম্বন করতে হয়-কখনো মশারি, কখনো কয়েল, কখনো আবার স্প্রে ব্যবহার- সেখানে একটি দেশ আছে যেটি মশার ঝামেলা একেবারেই মুক্ত। দেশটির নাম আইসল্যান্ড। বিস্ময়ের ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব মহাদেশেই কোনো না কোনোভাবে মশা পাওয়া গেলেও আইসল্যান্ডে একটিও মশা নেই। এই কারণে দেশটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং অনন্য জীববৈচিত্র্যের জন্যও বিশ্ববাসীর কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


এই দেশে শুধু মশাই নয়, কোনো পোকামাকড় এমনকি সাপও নেই। দেশটির প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড এমনকি গ্রীনল্যান্ডেও যথেষ্ট মশার উৎপাত আছে। নেই শুধু আইসল্যান্ডে। আইসল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না মশারা।


আইসল্যান্ডে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। কখনো তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, আবার হঠাৎ নেমে যায় শূন্য ডিগ্রির নিচে। মশার জীবনচক্রের জন্য স্থায়ী তাপমাত্রা ও পানির প্রয়োজন। কিন্তু এই হঠাৎ পরিবর্তন মশার ডিম বা লার্ভা টিকে থাকতে দেয় না।


মশার বংশবিস্তার হয় সাধারণত স্থির পানিতে। কিন্তু আইসল্যান্ডে শীতকালে পানি দ্রুত জমে বরফে পরিণত হয় এবং গ্রীষ্মকালে আবার গলে যায়। এই অস্বাভাবিক ওঠানামার ফলে মশার বংশবৃদ্ধি সম্ভব হয় না। এখানকার হ্রদে মশারা বংশ বিস্তারের আসলে সুযোগই পায় না। কারণ বছরে তিনবার হ্রদগুলো পুরোপুরি বরফে পরিণত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও